জাপান উন্নত দেশ হবার পরও কেনো জাপানের কারেন্সির ভ‍্যালু বাংলাদেশের কারেন্সি থেকে কম বলে অনেকে মনে করেন। জাপানের কারেন্সি মূলত সিঙ্গেল ইউনিটের কারেন্সি। অর্থাৎ জাপানের কারেন্সিতে শুধু মাত্র ইয়েনই আছে, অথচ বাংলাদেশের কারেন্সিতে পয়সা এবং টাকা দুইটা ইউনিট বিদ‍্যমান। যেমন বাংলাদেশের কারেন্সির পয়সা ০-৯৯ একটা ইউনিট, ১০০ পয়সায় ১ টাকা হয়। অথচ জাপানের কারেন্সিতে একটাই মাত্র ইউনিট। তাই ইয়েন এর সাথে তুলনা করতে হলে পয়শার সাথে ইয়েন এর তুলনা করতে হবে। তাই টাকার সাথে ইয়েনের তুলনা করা আর বাপের বয়সের সাথে ছেলের বয়সের তুলনা করা সেম কথা।

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Quote of the Polymath

“যদি কেউ তোমাকে ঢিল মারে তবে তুমি তাকে ঢিল মেরে সময় ও শক্তি নষ্ট করো না, নিজেকে এতো উপরে উঠাও যেনো তার ঢিল তার দিকেই ফিরে আসে।”

~ Dr. Khairuzzaman Mamun

© Iwate Bangladesh Exchange Association

Welcome. You are visiting this site for the first time.