
জাপান উন্নত দেশ হবার পরও কেনো জাপানের কারেন্সির ভ্যালু বাংলাদেশের কারেন্সি থেকে কম বলে অনেকে মনে করেন। জাপানের কারেন্সি মূলত সিঙ্গেল ইউনিটের কারেন্সি। অর্থাৎ জাপানের কারেন্সিতে শুধু মাত্র ইয়েনই আছে, অথচ বাংলাদেশের কারেন্সিতে পয়সা এবং টাকা দুইটা ইউনিট বিদ্যমান। যেমন বাংলাদেশের কারেন্সির পয়সা ০-৯৯ একটা ইউনিট, ১০০ পয়সায় ১ টাকা হয়। অথচ জাপানের কারেন্সিতে একটাই মাত্র ইউনিট। তাই ইয়েন এর সাথে তুলনা করতে হলে পয়শার সাথে ইয়েন এর তুলনা করতে হবে। তাই টাকার সাথে ইয়েনের তুলনা করা আর বাপের বয়সের সাথে ছেলের বয়সের তুলনা করা সেম কথা।


