
বাংলাদেশ থেকে প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূরে জাপানের ছোট্ট একটা শহর মরিওকায় গতকাল ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশীদের উদ্যেগে বাংলার ভর্তা সমাহার নামে অনুষ্ঠিত ভর্তা উৎসবের আয়োজন করা হয়েছিল।
উক্ত অনুষ্ঠানে প্রায় ৩০ রকমের ভর্তার প্রদর্শন করা হয়। শরিষা, তিল, বাদাম, শুটকি, ধনিয়া, কালোজিরা, ডাল, শিম, মিষ্টি কুমড়া, বরবটি, মাছ সহ নাম না জানা অসংখ্য ভর্তা ছিলো উক্ত সমাহারে।

উক্ত ভর্তা সমাহার টি ইওয়াতে বাংলাদেশ এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল। আয়োজক কমিটিতে ছিলো মোহাম্মদ তানজিদুল ইসলাম, নাহিদ মোস্তফা, মিশাল রহমান এবং ফাহিম আশরাফ।

উক্ত অনুষ্ঠানের শুরুতে সমন্বয়ক তানজিদুল ইসলাম বলেন- “প্রবাসের মাটিতে হাজারো ব্যস্ততার মাঝে এমন উদ্যোগ গ্রহণ নিঃসন্দেহে খুবই চ্যালেঞ্জিং। তারপরও সকলের সহযোগিতায় পর্বত সম কঠিন চ্যালেঞ্জও পানির মতো সহজ হয়ে গেছে। দেশ থেকে হাজার কিলোমিটার দূরে প্রবাসে এমন উদ্যোগের জন্য আমরা দেশে ফেলে আসা আমাদের বিভিন্ন প্রিয় জিনিস প্রবাসের মাটিতেও উপভোগ করার সুযোগ পাই। প্রবাসকে দেশ বানিয়ে থাকতে এমন দেশীয় বিভিন্ন উদ্যোগ সফল করতে সকলের সমর্থন ও সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।”

আড্ডা গল্প এবং খাওয়া দাওয়া শেষে বিবাহিত এবং জীবিত (অবিবাহিত) দের মাঝে গানের কলি খেলার আয়োজন করা হয়। খেলায় কেউ কাউকে হারাতে পারে নাই। তাই উভয় পক্ষকে বিজয়ী ঘোষণা করে অনুষ্ঠান শেষ করা হয়। আলহামদুলিল্লাহ।



