“জাপান ডায়েরি” ডিজিটাল জার্নালটি জাপানের বিভিন্ন অভিজ্ঞতা, জাপানের জীবন যাপন, জাপানে উচ্চশিক্ষা, ভ্রমণ কাহিনী সহ বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করে থাকে।
“জাপান ডায়েরি” তে লেখা প্রকাশ করতে “ iwate.bdex@gmail.com “ ইমেইল এড্রেস এ লেখাটি সেন্ড করুন। ইমেইল এর সাবজেক্ট এ যা লিখবেন ঐ টা মূল টাইটেল হবে। বডিতে যা লিখবেন তা লেখার বডি পার্টে প্রকাশিত হবে।
ছবি সহ লেখা দিতে চাইলে ছবি কপি করে পেস্ট করতে হবে। এটাচমেন্ট এ দেয়া যাবে না। একাধিক ছবি পর পর পেস্ট করা যাবে না। একটি ছবির পরে স্পেস দিয়ে টেক্সট লিখবেন তারপর আবার স্পেস দিয়ে ছবি পেস্ট করবেন ।
ইমেইলের বডিতে লেখা যেভাবে লিখবেন ঐ ভাবে ই লেখা প্রকাশিত হবে। তাই যেখানে যেমন ভাবে স্পেস দিতে হবে ঐ ভাবে স্পেস দিয়ে লেখা লিখতে হবে। কোন লেখা বোল্ড করতে হলে ইমেইল এর বডিতে যে ভাবে বোল্ড করবেন ঐ ভাবেই প্রকাশিত হবে। মূল কথা যে ভাবে ইমেল এ লেখাটা সাজাবেন ঐ ভাবেই ওয়েবসাইটে প্রকাশিত হবে।
নোটঃ ছবি এটাচমেন্ট এ দেওয়া যাবে না, বরং কপি করে পেস্ট করতে হবে। যেমন ছবির পরে লেখা এবং লেখার পরে ছবি দিতে ছবিগুলো কপি পেস্ট করুন।
If you want to donate to the association, please visit the following link.

