আমি তানজিদ। আমি একদিন আমার কিউট গাড়িটা নিয়ে বের হলাম ঘুরতে। আমার সাথে ছিলো আমার লক্ষ্মী বউটা। আমরা মরিওকার অদূরে গোসোকো লেকের পাশেই পাকিস্তানি রেস্টুরেন্টে অনেক খাওয়া দাওয়া করলাম। তারপর আমরা বাসায় আসার জন্য গাড়ি ঘুরানোর জন্য রেস্টুরেন্টের পাশে ড্যামে গেলাম। প্রথম বার গিয়েছিলাম আমরা। আমার কাছে তো অনেক ভালো লাগলো। তাই আমার বউ পুস্পা বললো চলো কিছু স্মৃতি রেখে দেই। তাই আমি আর আমার বউ অনেক ছবি তুললাম। এই ছবিটা তেমনই একটি ছবি। সবাই কে অনেক ধন্যবাদ আমার ছবিটি অনেক পছন্দ করার জন্য। আবারও নতুন কোন ছবি তুললে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।




One response to “আমি তানজিদ!”
আমরা জানি তুমি তানজিদ। 😆😆
LikeLike